আইওটা কনসালটিং বিডির সাথে এনসিসি ব্যাংকের বিশেষ সার্ভিস চুক্তি সই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
আইওটা কনসালটিং বিডির সাথে বিশেষ সার্ভিস চুক্তি সই করেছে এনসিসি ব্যাংক।
সম্প্রতি এ চুক্তি সই করা হয়।
এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করবে আইওটা কনসালটিং বিডি।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং আইওটা কনসালটিং বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া চুক্তিতে সই করেন।
এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও সাসটেইনেবল ব্যাংকিংয়ের প্রধান নিঘাত মমতাজ, আইওটা কনসালটিং বিডির চীফ বিজনেস অফিসার সমীর হাসান, চীফ অপারেটিং অফিসার কায়সার মাহমুদ উপস্থিত ছিলেন।