ব্যবসায়ীরা ফাঁকফোকর খোঁজে, ঠিকমত ট্যাক্স দেয় না: অর্থ উপদেষ্টা


December 2024/Salahuddin Ahmed Finance Adviser.jpg

ব্যবসায়ীরা শুধু ফাঁকফোকর খোঁজে। ঠিকমত কর দেয় না। ৫০ কোটি টাকা ব্যবসায় করে চার কোটি টাকা ট্যাক্স দিতে চায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Your Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এ সময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না।’

অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘আগামী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×