আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি বদলে দিল বাংলাদেশ ব্যাংক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪
এক দশক পর আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর জায়গায় নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমান।
‘আমানতকারীদের স্বার্থ রক্ষা ও যথাযথ ব্যবস্থাপনার’ স্বার্থে সাময়িকভাবে মজিবুর রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান।
এক দশক ধরে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে থাকা মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর পুনর্নিয়োগের আবেদন নাকচ হলেও দায়িত্ব ছাড়ছিলেন না তিনি।
তদন্তে অনিয়ম-দুর্নীতির ‘প্রমাণ পাওয়ার’ যুক্তিতে নভেম্বরে তার পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তারপরও তিনি অফিস করছিলেন।
ব্যাংকের কর্মকর্তারা বুধবার বিক্ষোভ করে শফিক বিন আবদুল্লাহকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানান। এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন এমডি ঠিক করে দিল।
এ বিষয়ে মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর মন্তব্য পাওয়া যায়নি।