এনসিসি ব্যাংকের ভুলতা উপশাখার উদ্বোধন


December 2024/NCC Bank Vultha.jpg

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংকের ভুলতা উপশাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

Your Image

রোববার (২২ ডিসেম্বর) এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, উদ্যোক্তা ও প্রাক্তন পরিচালক কাজী মনিরুল আলম এবং গাউসিয়া করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান দীপু।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. মনিরুল আলম, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান ও ভুলতা উপশাখার ইনচার্জসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে অঙ্গীকারাবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে এনসিসি ব্যাংকের শাখা ও উপশাখার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এনসিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।’

নূরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংকের প্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবার কথা তুলে এলাকার খুচরা ও পাইকারী কাপড় ব্যবসায়ী ও পেশাজীবীদের এই শাখা হতে সেবা গ্রহণের আহ্বান জানান।

খায়রুল আলম চাকলাদার ও কাজী মনিরুল আলম বর্তমানে ব্যাংকিং সেক্টরে এনসিসি ব্যাংক স্বচ্ছ ও শীর্ষ স্থানীয় অবস্থান তুলে ধরেন।

তারা এনসিসি ব্যাংকের বর্তমানের শক্তিশালী আর্থিক ভিত্তি তথা এর ঋণ-আমানত অনুুপাত, ক্রেডিট রেটিংয়ে উন্নত অবস্থান এবং সিএসআর কর্মকান্ডসহ দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রমের কথা তুলে ধরেন। 

এ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ভুলতা উপশাখার মাধ্যমে উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এম. শামসুল আরেফিন বলেন, ‘প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবসায় উন্নততর গ্রাহক সেবা প্রদানে এনসিসি ব্যাংক অ্যাপভিত্তিক প্রযুক্তির ব্যবহারসহ যুগোপযোগী ব্যাংকিং ব্যবসায় অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করপোরেট, রেমিট্যান্সের পাশাপাশি রিটেইল ও এসএমই, ইসলামিক ব্যাংকিং, নারী ব্যাংকিং ও সাসটেইনেবল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যেই দেশের শীর্ষ স্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে।’

ভুলতা উপশাখাটি এ এলাকার ব্যবসায়িক কার্যক্রমে বিশেষত এসএমই এবং রেমিট্যান্সসহ অন্যান্য খাতের সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×