পূবালী ব্যাংকের আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
পূবালী ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি
ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান ও প্রাইস ওয়াটারহাউস কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিংপার্টনার শামস জামান পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর হাতে সনদ হস্তান্তর করেন।
এই সনদ অর্জনের মাধ্যমে পূবালী ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। এই সনদ প্রাপ্তি দেশের আর্থিক খাতের জন্য একটি উদাহরণ ও গ্রাহকসেবার মান উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী বলেন, ‘আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ প্রাপ্তি পূবালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে আমাদের দক্ষতার স্বীকৃতি। আমরা এই অর্জনকে ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছি।’
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মো. আনিসুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।