উদযাপিত হলো দি ইনবিন্সিবল ০৯/১১ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
- ফরিদ শ্রাবণ
- প্রকাশঃ ১১:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৪
জমকালো আয়োজনে উদযাপিত হলো এসএসসি ০৯ এবং এইচএসসি ১১ব্যাচের সোশাল প্লাটফর্ম দি ইনবিন্সিবল ০৯/১১ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি গ্রীন গার্ডেন হলে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
জানা যায় সারা দেশের ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারাই মূলত এই গ্রুপের সদস্য। ব্যাচ ভিত্তিক এই সোশ্যাল প্লাটফর্ম টি ২০১৮ সালে মোস্তফা কামাল ক্রিয়েট করে। বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে স্লোগানে গ্রুপটি এখন এক লাখ মেম্বারের উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশে ব্যাচ ভিত্তিক গ্রুপের মধ্যে দি ইনবিন্সিবল ০৯/১১ গ্রুপে সর্বোচ্চ সংখ্যক মেম্বার রয়েছে।
গ্রুপ এডমিন ইমরান বলেন, আমরা গত ৬ বছর ধরে সারাদেশে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি, উত্তর বঙ্গে প্রতি বছর শীতে শীতবস্ত্র বিতরন করে আসছি এবং দেশের বিভিন্ন সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি।
গ্রুপ এডমিন পিএম কামাল বলেন, আমাদের দি ইনবিন্সিবল গ্রুপ থেকে বহু অসুস্থ রোগি কে সেবা দানের জন্য লক্ষ লক্ষ টাকা ডোনেশন করেছি। এছাড়া কোন প্রতিষ্ঠিত বন্ধু থাকলে অনেক বেকার বন্ধুদের কর্মের জন্য সহযোগিতা করছে। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।
দুপুরে বুফে খাবার সহ প্রতিষ্ঠা বার্ষিকী তে সংগীত পরিবেশন করেন দি ইনবিন্সিবল এর সদস্য সঙ্গীত শিল্পী সুজন,সঙ্গীত শিল্পী পুষ্পিতা মিত্র।
সারাদিন দি ইনবিন্সিবল পরিবারের মিলনমেলায় নাচ, গান র্যাফেল ড্র এর পুরষ্কার বিতরনের পরবর্তী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন dhakawatch24.com