বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি/শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীর কলেজের ১২ ছাত্র


2024-Novemer 18/Titumir college.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দুই মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সবশেষ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

Your Image

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না। এরপর দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সাথে বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়। তাতে সাড়া দিয়ে বিকেল তিনটার দিকে সচিবালয়ে যায় তিতুমীরের ১২ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষা উপদেষ্টা অথবা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন। আরা যদি সে ধরনের কোন আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নয়া কর্মসূচির ঘোষণা দেবেন।

শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্য মাহামুদুল হাসান জানান, তারা আলোচনা করছেন। এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসার মত কথাবার্তা হয়নি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গেল দুই মাসে একাধিক বার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর পূর্বে গেল ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×