ফের সড়কে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


November 16/Rail close Titumir.jpg

মহাখালী থেকে অবরোধ তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পর ফের সড়কে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে কলেজটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

Your Image

শিক্ষার্থীরা বলছেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ।’ 

এর পূর্বে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে কলেজটির শিক্ষার্থীরা। সাড়ে চার ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে মহাখালি হয়ে যান চলাচল শুরু হয়। তবে, অবরোধের জেরে অসহনীয় যানজটে ভোগান্তিতে পরে নগরবাসী। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেটসহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। 

বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু, ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×