চট্টগ্রামে ‘আলেম সমাজের ভূমিকা করণীয় বর্জনীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
‘বাংলাদেশের পরিবর্তীত প্রেক্ষাপটে আকীদায়ে আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত প্রচার ও প্রসারে আলেম সমাজের ভূমিকা, করণীয় বর্জনীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনা রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ সুলতান আহমদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
আছাদিয়া নূরীয়া একাডেমীর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্লা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাট। আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদারাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিউর রহমান, আল্লামা হাফেজ মুফতি মোহাম্মদ সোলাইমান আনছারী। মূল প্রবন্ধ পড়েন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নু ক ম আকবর হোসাইন, আল্লামা ঈসমাইল নোমানী, মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারী, মাওলানা সাইফুল ইসলাম আজহারী, সাংবাদিক আবু তালেব বেলাল, মাওলানা মোহাম্মদ মঈনুদ্দীন আল ক্বাদেরী।
মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খাননের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাহেদুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা হাফেজ নেজাম উদ্দিন, মাওলানা আবদুল কাদের সাকিব, মাওলানা মাসুম মোহাম্মদ ইমরান, রেজাউল করিম, মাওলানা নুরুল মোস্তফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কুরআন সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করতে হবে। ধমীর্য় মূল্যবোধের অবক্ষয় ও নৈতিকতার সংকটের বর্তমান এ দুর্যোগ সময়ে বিপর্যস্ত, বিধ্বস্থ ও অশান্ত অবস্থা থেকে আপামর জনগণকে বাঁচাতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অকৃত্রিম ও বিশুদ্ধ আক্বীদা, ধ্যান-ধারণা, লালন-পালন ও ধারণে এবং কুরআন সুন্নাহর আলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটনে সর্বোচ্চ আত্মত্যাগ প্রয়োজন। আম্বিয়া-ই-কিরাম প্রদর্শিত ইসলামের সুফিতাত্ত্বিক গণমুখী দর্শনের আলোকে ব্যক্তি-পরিবার-সমাজ-রাষ্ট্র ব্যবস্থাপনা, অর্থনৈতিক কাঠামো বিনির্মাণ এবং শিক্ষাধারায় ইতিবাচক পরিবর্তন আনাই পরিবর্তিত প্রেক্ষাপট ও অনাগত ভবিষ্যত আলিম-ওলামার অতি গুরুত্বপূর্ণ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’
আলোচনা শেষে গবেষনামূলক মাসিক পত্রিকা আল-ইসতিয়াবের উদ্বোধন করা হয়।