এবার প্রকাশ্যে আসল কবি নজরুল কলেজ ছাত্রশিবির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:২৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছে কবি নজরুল কলেজ শাখা ছাত্রশিবির। সোমবার (৯ ডিসেম্বর) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে কলেজ ও ছাত্রাবাসের উন্নয়নসহ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সামনে এল সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবিরের নেতারা মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া ও শিক্ষক মণ্ডলীর সম্পাদক অধ্যাপক মিলকি আমাতুন মুগনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনা উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি বায়জিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য ২৬টি দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে- কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়ন, আধুনিক লাইব্রেরি ও উন্নত ল্যাব স্থাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা, শহীদদের স্মরণে ভবন নামকরণ।
কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ছাত্রশিবির।