চবির চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
ছাত্র-ছাত্রীদের দীর্ঘ দিনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী শুরু করলে বিকালে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক শামীম উদ্দিন খান।
শামীম উদ্দিন খান বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সব কার্যক্রম চালাচ্ছে। শিক্ষার্থীরা যাতে কোন আন্দোলনে যেতে না হয়, সেজন্য সব প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের চাওয়া মানে আমাদেরই চাওয়া। আমরা ইতোমধ্যে ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’
চারুকলার পরবর্তী একাডেমিক কমিটির মিটিংয়ে থাকার কথাও জানিয়েছেন শামীম উদ্দিন খান।
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আগামী ৩১ মার্চের মধ্যে চবির কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে পুনরায় স্থানান্তর করব।’
এর আগে ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম সিটির চকবাজার থানাধীন বাদশা মিয়া রোডে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন।