মাউশির ডিজির দায়িত্ব পেলেন রেজাউল করিম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এবিএম রেজাউল করীম। তিনি কলেজ ও প্রশাসন শাখার পরিচালক ছিলেন। গেল ৫ আগস্টের পর মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ পদত্যাগ করায় তাকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এবার তিনি চলতি দায়িত্ব পেলেন।
বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
রেজাউল করিমের মূল পদ ছিল মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন)। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। গেল ৬ জুন তাকে মাউশি অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক করা হয়। তিনি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর স্থলাভিষিক্ত হন। গেল ২৫ আগস্ট থেকে তিনি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
এর আগে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ থাকাকালে গেল ৬ জুন তাকে মাউশি অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক করা হয়।
সাধারণ সরকারি ও বেসরকারি হাইস্কুল, কলেজ ও প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ, বদলি, পেনশন, এমপিওভুক্তি এবং শিক্ষা বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রধান কাজ।