এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন দাবিতে মানববন্ধন


News Defalt/khgarchoi_20241219_135053628.jpg

এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন পূর্বক নতুন রুটিন প্রকাশ এবং উৎসব উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন সরকারি ছুটির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন সদরের বিভিন্ন স্কুলের এসএসসি শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ধনরঞ্জ ত্রিপুরার সঞ্চলনায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা প্রমুখ। 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার (২০২৫) তারিখ পরিবর্তনপূর্বক নতুন রুটিন প্রকাশ এবং পাঁচ দিন সরকারি ছুটি দাবি জানায়।    

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×