সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সুইডেন পলিটেকনিক পরিদর্শন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট ও জল বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন।
মূলত একাডেমিক শিক্ষার অংশ হিসেবে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়।
ইইই বিভাগের অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রুবেল কান্তি দাশ, তাজরিন জাহান রুমকি ও সুস্মিতা সেনের তত্ত্বাবধানে দিনব্যাপী এই সফরে বিভাগের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ল্যাব এডমিনিস্ট্রেটরের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীরা সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের বিভিন্ন বিভাগের ল্যাবের যন্ত্রপাতি, ল্যাবের অল্টারনেটর, ট্রান্সফরমার অয়েল টেস্টিং মেশিন ও উইন্ডমিল অপারেশন পর্যবেক্ষণ করেন।
এই সফরে ছাত্রছাত্রীরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিল, বাঁধ ও অন্যান্য স্থাপনা প্রত্যক্ষ করার সুযোগ পায়।