কু-নজর লাগলে বুঝতে পারেন অনন্যা পাণ্ডে
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১১:২৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৪
মানুষের কু-নজর লাগলে নাকি ক্ষতি হয়, এমনটি আর সাধারণদের মত বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাই কু-নজর কিংবা অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পেতে সপ্তাহে একটি নির্দিষ্ট কাজ করেন অভিনেত্রী। আর তাতেই টের পেয়ে যান, তিনি কোনো ধরনের কু-নজরের শিকার কি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনন্যা।
অনন্যা বলেন, ‘প্রতি সপ্তাহে কু-নজর থেকে বাঁচার জন্য একটা কাজ করি। আমার বাড়ির পরিচারকেরা লঙ্কা (মরিচ) ব্যবহার করে একটা কাজ করেন। লঙ্কা থেকে যদি অতিরিক্ত কটূ গন্ধ বের হতে থাকে তা হলে বুঝতে হবে কু-নজরের প্রভাব রয়েছে। অথবা, লঙ্কাটি যদি খুব বেশি পুড়ে যায়, তা হলেও কু-নজরের প্রভাবের ইঙ্গিত দেয়। যদিও এর পেছনে কোনও যুক্তি বা বিজ্ঞান আছে কি না জানা নেই।’
অনন্যার মা-ও কু-নজরের প্রভাব রুখতে একটি কাজ করেন। অনন্যার কথায়,‘আমি এখানে আসার আগেই মা আমার কানের পেছনে দুটো কালো টিপ পরিয়ে দেন। সবাই ভাবে, আমি স্নান করি না অথবা কোনও নোংরা লেগে রয়েছে। কিন্তু মা তা-ও রোজ এই কালো টিপ পরিয়ে দেন।’
ছবির কাজের পাশাপাশি অনন্যার ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। চলতি বছরের শুরুর দিকে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অনন্যার। বেশ কিছু দিন বিরহে ছিলেন তিনি। তবে তার পরেই অনন্যার জীবনে আসে নতুন মানুষ। ভারতের ধনকুবেরে আম্বানির এক প্রতিষ্ঠানের কর্মী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি।
পেশাগত জীবনে এই মুহূর্তে অনন্যা ব্যস্ত তার ছবি ‘কন্ট্রোল’ নিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের জন্য প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।