বিয়ের পীড়িতে শিরিন শিলা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫৩ পিএম, ১০ অক্টোবর ২০২৪
নতুন জীবন শুরু করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। আজ ১০ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। গণমাধ্যমে খবরটি শিলা নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, বিয়ে করছি আজ। ভেবেছিলাম পরে বলব। কিন্তু তা হলো না। যাইহোক এখন বিয়ে নিয়ে ব্যস্ত। রাতে ছবিসহ ফেসবুকে পোস্ট করে দেব। দোয়া করবেন আমার জন্য।’
দুই পরিবারের সম্মতিতে আজ আকদ হচ্ছে উল্লেখ করে শিলা বলেন, ‘আমাদের পরিচয় দীর্ঘদিনের। দীর্ঘসময়ের বোঝাপড়া। দুই পরিবারের আয়োজনে আজ আকদ হচ্ছে।’
জানা গেছে, পাত্র আবিদুল মোহাইমিন সাজিল পেশায় ফার্মাসিস্ট। সাজিল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখ তাদের পরিচয়। এবার চার হাত এক করতেও অক্টোবর মাসই বেছে নিলেন শিলা। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হবে তাঁদের বিবাহত্তোর সংবর্ধনা।
শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান।