শাহরুখের অনেক অন্যায়, যেভাবে সামলে রেখেছেন গৌরী
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে শাহরুখ-গৌরীর গ্রহণযোগ্যতা সবার উপরে। ঠুনকো বিষয় নিয়ে যেখানে তারকাদের সংসার ভেঙে যায় সেখানে তারা দুজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। এর কৃতিত্ব পুরোটাই গৌরীকে দিতে চান কিং খান। তার মতে, জীবনে অনেক অন্যায় করেছেন তিনি যার সবটাই সামলেছেন গৌরী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধু করণ জোহরের শো কফি উইথ করণে দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তিতে মনের আগল খুলেছিলেন বলিউড বাদশা। সেখানে গৌরীকে প্রশংসায় ভাসান।
তিনি বলেন, “আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোথাও গিয়ে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে।”
প্রথম ভালোবাসা দিবসে গৌরীকে কী দিয়েছিলেন শাহরুখ?
গৌরীকে ভালো মায়ের তকমা দিয়ে বলেন, “আমি কখনও ভাবিনি, গৌরী এত ভালো একজন মা হয়ে উঠবে। বাচ্চাদের সঙ্গে ওর সহজে বনিবনা হয় না। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। মেয়েরা সাধারণত বাচ্চাদের দেখলে খুব আদর করে। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসাবে এমন অসাধারণ হয়ে উঠল।”
গৌরী-শাহরুখের প্রথম দেখা এক ঘরোয়া পার্টিতে। সে ১৯৮৪ সালের কথা। এরপর কাছে আসার গল্প। টানা পাঁচ বছর লুকিয়ে প্রেম। ১৯৯১ সালের ২৫ অক্টোবর গাঁটছড়া বাঁধা তারা।