র্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী মুখার্জি
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫৩ পিএম, ০২ নভেম্বর ২০২৪
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন এই নায়িকা; সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হল নায়িকাকে।
সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।
তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।
সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।
তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।
এক ব্যক্তি লেখেন, ‘বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।’ আরেকজন লেখেন, ‘মানুষের রুচি শেষ হয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মূল্য বুঝবেন না।’ আরেকজন লেখেন, ‘বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ।’ অপর একজন লেখেন, ‘এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।’
যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্যের উত্তর দেননি কৌশানী।
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।
যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্যের উত্তর দেননি কৌশানী।
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।