মায়ের বকা খেতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত


TRT 03-10-2024/rituporna.jpg

ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডের ব্যস্ততম শিল্পীদের মধ্যে অন্যতম তিনি। বাংলা ইন্ডাস্ট্রি যখন ধুঁকছিল সেই সময় হাল ধরেছিলেন ঋতুপর্ণা। তার অনবদ্য অভিনয় বারবার মুগ্ধ করে দর্শককে। কিন্তু টালিউডের এই গ্ল্যামার সুপারস্টার এই মুহূর্তে মায়ের শরীর খারাপ নিয়ে খুবই উদ্বিগ্ন।

Your Image

এরই মধ্যে ১৪ নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যমে মায়ের সঙ্গে তার শৈশবের স্মৃতিগুলো ভাগ করে নিলেন। ঋতুপর্ণা বলেন, 'আজ প্রায় ২০ দিন হয়ে গেল আমার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। মায়ের অসুস্থতা নিয়ে আমি খুবই চিন্তিত। মায়ের সঙ্গে কাটানো সুখ-দুঃখের মুহূর্তগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে। স্কুলে আমার মায়ের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। মা ছিলেন আমার প্রিয় শিক্ষিকা'।

স্মৃতিচারণে ঋতুপর্ণা আরও বলেন, 'ছোটবেলায় প্রতিদিন মা আমাকে ভোর চারটের সময় ডেকে দিতেন। তারপর আমাকে পড়তে বসাতেন। মায়ের সঙ্গে কাটানো ওই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। মায়ের বাংলা লেখা ভীষণ ভাল। তার থেকে আমি অনেক কিছু শিখেছি'।

অভিনেত্রী আরও বলেন, 'আজও আমার মা কবিতা পাঠ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক কবির কবিতা পাঠ করেন। আমার শৈশব পুরোটাই ছিল মাকে ঘিরে। অনেক হাসি-মজার স্মৃতি আমাকে জড়িয়ে রয়েছে। সকলকে মিষ্টি বিতরণ করা, মানুষকে ভালোবাসা আমি মায়ের থেকে শিখেছি। মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। যাতে আবার আমি মায়ের বকুনি খেতে পারি'।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×