রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি


October 2/159985_171.jpg

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর  বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় ‘আত্মগোপনে’ আছেন এই তারকা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ। তবে তার বিয়ের পাত্রী নিয়ে তথ্য নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে।

জানা গেছে, আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না। 

পরিবার সূত্রে জানা গেছে, রাইসা ও রামিসা জমজ বোন। রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিলো রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিসা। 

তৌহিদ আফ্রিদি গণমাধ্যমকে জানান, ‘অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি।’

আফ্রিদি জানান, ‘আমার স্ত্রীর বোন মূলত টিকটক করেন। দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’

আফ্রিদি বলেন, ‘মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি। পারিবারিক ওই আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×