অল্পের জন্য বেঁচে গেলেন চলচ্চিত্র নায়ক রুবেল


News Defalt/rubel n.jpg

সড়ক দুর্ঘটনায়আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামের স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রুবেলের সাথে থাকা দুই জন। বরগুনার আমতলীতে যাওয়া পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান নায়ক নিজেই।

Your Image

সংবাদ মাধ্যমকে রুবেল বলেন, ‘আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই, সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় গাড়ির এক পাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভাল হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে, মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুইজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।’

এ দিকে, হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চলচ্চিত্র নায়ক রুবেলসহ আরও দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন আহত হয়েছেন। তবে, রুবেল সুস্থ আছেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×