না ফেরার দেশে ‘পথের পাঁচালী’র দুর্গা


Nov 16/durga.jpg

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। এর দুর্গা চরিত্রটি মন জয়ে করে সবার। প্রাণোচ্ছ্বল হাসিমাখা দুর্গাকে এত বছর পরও মনে রেখেছেন দর্শক। মন খারাপ করা খবর হলো দুর্গা চরিত্রে রূপদানকারী উমা দাশগুপ্ত আর নেই।

Your Image

আজ ১৮ নভেম্বর সকালে এক বেসরকারি হাসপাতালে মারা যান উমা দশগুপ্ত। ভারতীয় সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। মাসখানেক আগেও একবার উমার মৃত্যুর গুজব ছড়ায়। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। পরে জানা যায় অভিনেত্রী সুস্থ আছেন। মাস পেরিয়ে পরপারেই পাড়ি দিলেন অভিনেত্রী।

উমার অভিনয়ের শুরু থিয়েটার থেকে। আর থিয়েটারের সঙ্গে পথচলা শৈশব থেকে। স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে হয়েছিল সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয়। সেই সূত্রে পর্দায় দুর্গা হয়ে দাঁড়ানো তার। তবে শুরুতে উমার পরিবার রাজি ছিল না। সত্যজিৎ বুঝিয়ে সম্মতি নিয়েছিলেন। 

দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে ছিলেন উমা দাশগুপ্ত। তবে তার মৃত্যুতে শোকাহত সবাই। শুভানুধ্যায়ীদের সোশ্যাল হ্যান্ডেল ভারি হচ্ছে হারানোর বেদনায়। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×