এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এআর রহমান


2024-Novemer 18/AR Rahman.jpg

অস্কারজয়ী সঙ্গীত শিল্পী-সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। দীর্ঘ ২৯ বছর একসাথে কাটানোর পর একেঅপরকে তালাক দিয়েছেন তারা। তবে, তাদের এ সংবাদ মেনে নিতে পারছেন না ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে তাদের বিচ্ছেদের সংবাদ শেয়ার করে দুঃখ প্রকাশ করেছে অসংখ্য অনুরাগী।

Your Image

বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন সায়রা বানু। তিনি জানিয়েছেন, বিয়ের অনেক বছর পর স্বামী এআর রহমানের সাথে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। অনেক মানসিক চাপের পরই এ সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা। একে অপরের অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে; যা আর আগাতে পারে না।
 
তাদের আইনজীবী জানিয়েছেন, গভীর ভালবাসা থাকা সত্ত্বেও মানসিক দূরত্বেই বিচ্ছেদ হয়েছে তাদের। 

এবার এ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এআর রহমান। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা একসাথে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এ ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাব।’

বিচ্ছেদের কারণ হিসেবে এআর রহমান বললেন, জানি না এ ভগ্ন হৃদয় আর কখনো জুড়বে কি না। ‘তবু, এ যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সকলকেই বলছি, আমরা এখন যে এ ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সকলৈ সম্মান করবেন। আমি আশা করব, আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এত দিন যেভাবে করে এসেছেন। তার জন্য সকলকে ধন্যবাদ।’

১৯৯৫ সালে বিয়ে হয় এআর রহমান ও সায়রার। পরিবারের পছন্দে বিয়ে ছিল তাদের। এ দম্পতির ঘরে খাতিজা, রাহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে।

এআর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে লিখেছেন, ‘এ সময়টায় সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।’
  
এর পূর্বে, ‘এআর রহমান লিখেছিলেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু, সেটি হল না।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×