শেষমেষ প্রেম নিয়ে মুখ খুললেন বিজয় দেবারাকোন্ডা, প্রেমিকা কী রাশ্মিকাই?
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ২১ নভেম্বর ২০২৪
প্রেম নিয়ে এই প্রথম মনের কথা স্পষ্ট করলেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র তারকা বিজয় দেবারাকোন্ডা। এত দিন বিজয় ও রাশ্মিকা মান্দানাকে নিয়ে যে প্রেম গুঞ্জন চলছিল, বিজয়ের কথায়, অবশেষে সেই ধোঁয়াশা কাটল। প্রেমের কথা সোজাসাপটা জানালেন বিজয়।
সম্প্রতি এক চলচ্চিত্রের প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে জবাব দিতে গিয়ে বিজয় জানালেন, ‘আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গল থাকে?’।
এরপরেই দুম করে বিজয় বলে ওঠেন, ‘আমি ডেটিংয়ে বিশ্বাসি নই। আমার কাছে কোন সম্পর্কে এগোন মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরনো হলেই, আমি ভবিষ্যতটা ভাবতে পারি।’
এত কিছু বললেও, বিজয় কিন্তু গোপনেই রেখেছেন তার প্রেমিকার নাম। তবে বিজয়ের কথার মধ্য়ে দিয়ে, ভক্তরা রাশ্মিকাকে খুঁজে পেয়েছেন। কেননা, এই মুহূর্তে রশ্মিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছে বন্ধু।
গেল বছর থেকেই রাশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ পুরো ইন্ডাস্ট্রি। ঠিক এই গুঞ্জনের মাঝেই আচমকা ফাঁস হল জুটির ভিয়েতনাম ট্রিপের ছবি। ব্যস, জল্পনা বাড়ল আরো।
এর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসাথে ঘুরে বেড়াচ্ছেন রাশ্মিকা ও বিজয়। শুধু দুইজনেই নয়, রাশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সাথেও। সেই সব সংবাদকেই কি সিলমোহর দিলেন বিজয়!