স্ত্রীর সঙ্গে এআর রহমানের বিচ্ছেদ, মুখ খুলনেন তিন সন্তান!


2024-Novemer 18/AR Rahman three chile.jpg

সংসার ভেঙ্গে গেছে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের। স্ত্রী সায়রা বানুর সাথে ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।

Your Image

এ দিকে, বিচ্ছেদ নিয়ে এআর রহমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম। কিন্তু, মনে হয় সবকিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মত হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সাথে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে ধন্যবাদ।

এআর রাহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্র সন্তানের মা-বাবা। তাদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।

পিতা-মাতার বিচ্ছেদের সংবাদ প্রকাশ্যে আসতেই ছেলে আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্টোরিতে লিখেছেন, আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে, এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ।

রহমানকন্যা খাদিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা ও সংবেদনশীলতার সাথে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ।

দুই ভাই-বোনের মত মুখ খুলেছেন রহিমাও। পিতার এক্স হ্যান্ডেলের লেখা স্ক্রিনশট দিয়ে শেয়ার করে তিনি লেখেন, আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×