কেন ইসলাম ধর্মই বেছে নেন শাহরুখপুত্র, জানালেন গৌরী


2024-Novemer 18/Gauri Shah Ariyan.jpg

বলিউডের অন্যতম সুখী দম্পতিদের মধ্যে অন্যতম বলিউড অভিনেতা বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান। কলেজজীবন থেকে তাদের প্রেম-ভালবাসা। দুইজন দুই ধর্মের হলেও সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন। কখনো কাউকেই পরস্পরের সাথে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি।

Your Image

এর পূর্বে, সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, ‘আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে, তার অর্থ এই নয় যে, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন- এটিই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।’

সন্তানের কথা উল্লেখ করে গৌরী বলেন, ‘ছেলে-মেয়েরা পিতার ধর্মই বেছে নিয়েছেন।’

তিনি বলেন, ‘আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও পিতার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয়, ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, আমি মুসলিম। আমার মা অবাক হয়েছিলেন। তবে, মা কিছু মনে করেননি। বিষয়টির সাথে মানিয়ে নিয়েছিলেন।’

গৌরী বলেন, ‘প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমাতে যায় আরিয়ান। প্রথমে মায়ের মত করে, তারপর বাবার মত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে।’

প্রসঙ্গত, আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে, পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখপুত্র। তার আগ্রহ ছবি পরিচালনায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×