ছাত্রনং আন্দোলনং তপঃ


November 25/Shawon actress.jpg
মেহের আফরোজ শাওন

কোন না কোন ইস্যুতে প্রতিদিনই আন্দোলনে রাজপথে নামছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা। বলা যায়, বর্তমানে আন্দোলন সিটিতে পরিণত হয়েছে ঢাকা। 

Your Image

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে, ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

অন্য দিকে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চ করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কেও ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।

সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরব থাকা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের লেখায় উঠে এসেছে ব্যাপারটি। নিজের ফেসবুকে সোমবার (২৫ নভেম্বর) তিনি লিখেছেন, ছাত্রনং অধ্যয়নং তপঃ’ সংস্কৃত এই শ্লোকটি সংস্কার করে ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি।

শাওনের এই দাবির সাথে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, আন্দোলন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম।’ 

অন্য একজন লিখেছেন, ‘এটানং সময়েরনং দাবিনং তপঃ।

অন্য একজন লিখেছেন, এতগুলা ম্যাচ একসঙ্গে নেওয়া যাচ্ছে না।

এর আগে, আন্দোলন সংঘর্ষ নিয়ে লিখেন, আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোন সাড়াশব্দ পাচ্ছি না! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মত আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি। সে দাবির সাথেও তার অনুসারীদের অনেকে একমত পোষণ করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×