নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর, এরপর যা করলেন ঋদ্ধি!


November 25/Nerob Riddin.jpg

ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়ক নিরব হোসেন। কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে আছেন তিনি। আর এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী তাশফিয়া তাহের ঋদ্ধি। এমনকি সেই পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন তিনি। পরে অবশ্য পোস্ট মুছে ফেলে ক্ষমাও চান ঋদ্ধি। নিরবের স্ত্রীর সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ার পর গুঞ্জন, নিরব ও তার স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে।

Your Image

মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ঋদ্ধি ফেসবুক পোস্টে নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগ তুলে নেন। আরেক পোস্টে নিরবের স্ত্রী জানান, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান ঋদ্ধি।

প্রথম পোস্টে তাশফিয়া তাহের লিখেছিলেন, ‘বউ-বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোন পরকীয়া করা কাপলকে আমি ভাল মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

এর কিছুক্ষণ পর নিরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন ঋদ্ধি। সেই পোস্টে লেখেন, ‘নিরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ, দীর্ঘ সময় সহ্য করার জন্য।...২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা-বাবা-সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এ জন্য যে কোন ধরনের ছোট-বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না।’

অন্য দিকে, বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে তাশফিয়া তাহের লিখেছেন, ‘রাতে দেয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোন দায় নেই। তাই, এটা পরকীয়া সম্পর্ক নয়।’

২০১৪ সালে তাশফিয়া তাহের ঋদ্ধিকে ভালবাসে বিয়ে করেছিলেন নিরব। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি নিজেদের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন তারা। দুই কন্যাসন্তানকে নিয়েই নিরব-ঋদ্ধির সংসার।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×