আর্থিক সঙ্কটে জাস্টিন বিবার


News Defalt/justin-bieber-20241129152035.jpg

আর্থিক সঙ্কটে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সংগীতশিল্পী হয়ত এবার ‘বাধ্য হয়ে’ ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে। 

Your Image

দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে। 

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কোনও ট্যুর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনও অ্যালবামও রিলিজ করেনি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করলেন। চলতি বছরের অগাস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। যে রোগের নাম র‌্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজ তেমন ভাবে করতে পারছেন না। অথচ কমেনি জীবন যাপনের খরচ। 

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনও জিনিসের দাম বা নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কোথাওই নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিক ভাবেই টাকার টান তো হবেই।’ 

সম্প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে তার, সেটার জন্যই করের ধাক্কা।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×