হার্ট অ্যাট‍াক করেছেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী


30 November/Tapan chawdhury.webp
তপন চৌধুরী

বাংলা গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী কানাডা প্রবাসী হয়েছেন। গানে গানে খুব একটা সুর তুলতে দেখা যায় না এখন। তবু গানের প্রতি ভালবাসা অফুরান। তার দেহটা যেন বেশ খারাপ! তেমনি বার্তা দিলেন আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

Your Image

‘মন শুধু মন ছুঁয়েছে’খ্যাত শিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। এই খবর গায়িকা মুন্নী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

সেই পোস্টে দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘গত চার দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাট‍াক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’

তিনি আরো বলেন, ‘তপনদার প রদিন দুইটি রিং পরানো হয়। এরপর দুই দিন হাসপাতালে রাখা হয়। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

তপন চৌধুরী ছিলেন সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
 
তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যত বার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×