বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী


30 November/Kamila Rasian actress.jpg
কামিলা বেলিয়াতস্কায়া

বয়ফ্রেন্ডের সাথে অবকাশ কাটাতে থাইল্যান্ড গিয়ে মারা গেছেন রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গেল ২৯ নভেম্বর পর্যটন স্পটে যোগাব্যায়াম করার সময় একটি বৃহৎ ঢেউয়ের কবলে পড়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। সংবাদ নিউইয়র্ক পোস্টের।

Your Image

থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে ভাসিয়ে নেয় তাকে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। তবে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। 

একটি লাল গাড়িতে লাড কো ভিউপয়েন্টে যেতে দেখা গেছে তাকে।

আর ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু, নয় ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে লাশ উদ্ধার হয় তার।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ বলেছেন, ‘দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা ব্যবস্থা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা ও উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মত ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়। একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।’

অভিনেত্রী কামিলা একজন রাশিয়ান বংশোদ্ভূত। তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। এ অবস্থায় মৃত্যু হল তার। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক পোস্টে বিখ্যাত ওই পর্যটন এলাকাকে বাড়ি ও পৃথিবীর সেরা জায়গা বলে অভিহিত করেছিলেন এ অভিনেত্রী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×