বিমান ছিনতাইয়ে গিয়ে স্বামী নিহত, মুখ খুললেন সিমলা


30 November/Shimla.jpg

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ উড্ডয়নের পর ছিনতাই করতে গিয়ে নিহত হয়েছিল চলচ্চিত্রনায়িকা সিমলার স্বামী পলাশ আহমেদ। বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনি।

Your Image

এ ঘটনায় সে সময় সংবাদ মাধ্যমকে কমান্ডো অভিযানে থাকা বিমানবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ছিনতাইয়ের সময় সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন পলাশ। পরে আট মিনিটের কমান্ডো অভিযানে নিহত হন চিত্রনায়িকার স্বামী। এ দিন বিমান থেকে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরকসদৃশ বস্তু আলামত হিসেবে উদ্ধার করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে ফের কথা বলেছেন সিমলা। অভিনেত্রী বলেন, ‘পৃথিবীতে ভালবাসার জন্য এ ধরনের কোন ঘটনা ঘটেছে কি না বলতে পারি না। তবে, আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ, এটি আমার জন্য কষ্টের।’

সিমলা আরও বলেন, ‘আমি চাই না কখনও আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনোও এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালবাসলে একটা ফুলই যথেষ্ট।’

পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ পলাশকে বিয়ে করেন সিমলা। কিন্তু, পলাশ তার আগের বিয়ের খবর অভিনেত্রীর কাছে গোপন রেখেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে একই বছরের ৬ নভেম্বর তাকে ডিভোর্স দেন সিমলা। ডিভোর্সের পর মূলত ‘হতাশা’ থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ।

এ ঘটনায় সিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছিলেন, ‘বিয়ের পর মনে হয়েছিল মানসিক সমস্যা আছে পলাশের। তাই, ডিভোর্স দিই। তবে, কী কারণে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন, তা বলতে পারছি না।’

সে সময়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল বিমান ছিনতাইয়ের এই ঘটনা। উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ বিমান ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ। তদন্তে ৭৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা যায়, সাবেক স্ত্রী সিমলা ডিভোর্স দেওয়ার পরই হতাশা থেকে বিমান ‘ছিনতাইয়ের’ নাটক করেন পলাশ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×