জন্মদিনে নিশোর চলচ্চিত্রের ঘোষণা, নায়িকা দুইজন


December 2024/Nisho.jpg

প্রচণ্ড হওয়া, তুমুল আওয়াজ! হেলিকপ্টারের দরজা খুলে মাটিতে পা রাখলেন আফরান নিশো। ঝুটি বাঁধা চুলে দেখা গেল তাকে। জন্মদিনে জানান দিলেন, বড় পর্দায় আসছেন তিনি। সঙ্গে দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা।

Your Image

দেড় বছরেরও বেশি সময় কোথাও দেখা যায়নি নিশোকে। এ সময়ের মধ্যে দুইটি চলচ্চিত্রের খবর, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বড় চুলের ছবি নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। এরই মাঝে খবর আসে, শিহাব শাহীনের নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন আফরান নিশো। ছবির নাম ‘দাগি’।

আজ (৮ ডিসেম্বর) রোববার অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এই দিনে অনুরাগীদের মন ভাল করে তিনি জানালেন, আসছে ঈদুর ফিতরে বড় পর্দায় ফিরছেন তিনি। প্রচারণার এক ভিডিওটিতে নিশোকে বলতে দেখা গেছে, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে!’

গল্পনির্ভর চলচ্চিত্র ‘দাগি’। এটি মূলত একজন হিরোর গল্প। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের গল্প এখানকার দর্শক আগে দেখেননি। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে আমরা কাজ করছি।’

নায়িকা তমাও দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত। এরই মধ্যে বহু চলচ্চিত্রের প্রস্তাব পেলেও সেসবে সাড়া দেননি তিনি। 

তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের ও প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্য দিকে প্রশান্তি হল দেরি করে ফিরলেও একটা ঠিকঠাক প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা অনেক ভাল লেগেছে আমার। কার বিপরীতে কাজ করছি, সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

দর্শকের প্রত্যাশা কি মেটাতে পারবে দাগি? এমন প্রশ্নে চলচ্চিত্রের অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি, ‘দাগি’র গল্পটা অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে। আমি আশাবাদী।’

নিজের নতুন চলচ্চিত্র প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি সব সময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে চলচ্চিত্র করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার কাছে অন্য রকম লেগেছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×