গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ


December 2024/Gan Bangla.png

গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। 

Your Image

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বার বার তাগিদ দেয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (গানবাংলা টেলিভিশন)’ সম্প্রচার বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’

বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
 
প্রসঙ্গত, এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়, যা এখনও বলবৎ রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×