বিয়ের সাজে ভাইরাল বুবলী, ছবি সম্পর্কে যা জানা গেল


News Defalt/bubly-1733929983.jpg

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি। কয়েকবছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। আর এবার নতুন করে গুঞ্জন উঠেছে অভিনেত্রীর বিয়ে নিয়ে। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে বিয়ে করেছেন শবনম বুবলী। মূলত অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি থেকেই এই গুঞ্জনের শুরু হয়। অনেকেই জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নাম। 

Your Image

ছবিগুলো নিয়ে এরইমধ্যে কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। জানা গেছে, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান। এবার এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী নিজেই। একটি সংবাদমাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন এই নায়িকা।  বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা আগেই অনুমান করেছিলেন তারা। আর এবার এই আলোচনায় তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন এই অভিনেত্রী।  

বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে। তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি তাহলে পরিবর্তন আসবে কীভাবে। আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।

প্রসঙ্গত, বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন বুবলী। অভিনয়, স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটের পাশাপাশি একমাত্র সন্তানকে নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করেন তিনি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×