ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা মিষ্টি সুভাষ আটক


News Defalt/1734188958-da1e6dbeac98c3fd05cb31634ee5da28.jpg

রাজধানীর ধানমণ্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরো এক নারীকে আটক করা হয়েছে।

Your Image

জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ।

ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি। টিএসসিতে ওই দিন হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ। সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী। 

এদিকে আজ আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমণ্ডি-৩২ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে থাকা আসাদুজ্জামান নামের এক ব্যক্তি জানান, মিষ্টি সুবাসকে তারা আগে থেকেই চিনতেন।

অভিনেত্রী আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা জনতা তাদের চিনতে পারে এবং আটক করে পুলিশে দেয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×