সনজিত আচার্য্যের গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে


December 2024/Sanjit.jpg

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, গীতিকার প্রয়াত সনজিত আচার্য্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ সিআরএস টিভির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। চট্টল সুরাঙ্গন এ সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, নাট্যাভিনেতা এসএ রহিম, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, মানবাধিকার সংগঠক জাফর ইকবাল, সঙ্গীত শিল্পী হাসান জাহাঙ্গীর। 

দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সেলিম নুর, সঙ্গীত শিল্পী ইকবাল হায়দার, গীতা আচার্য্য, মিলন আচার্য্য, হাসনা জান্নাত মিকাত, আবৃত্তি শিল্পী শারমিন আক্তার লুবনা, সনজিত আচার্য্যের কন্যা ঊর্মি আচার্য্য, রুমঝুমি আচার্য্য, শিল্পী প্রিয়া ভৌমিক, তাপস চৌধুরী, গীতিকার মাসুম খান, উত্তম কুমার আচার্য্য, রুমেন চৌধুরী, আসিফ ইকবাল, শিল্পী ইকবাল পিন্টু ও গীতিকার আবছার উদ্দিন অলি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংঠনের সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরের সাম্পান মাঝি সনজিত আচার্য্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার জনপ্রিয় গানগুলো এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে  শুনা যায়।’

বক্তারা তার লেখা গান, সুরগুলো যথাযথ সংরক্ষণের জন্য কতৃর্পক্ষের কাছে দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×