দেশ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি বললেন জায়েদ খান


News Defalt/jayeddsdsdsd.jpg

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কানাডা ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শো করেছেন তিনি। এখন এই নায়ক ব্যস্ত আছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের সেলিব্রিটি শো উপস্থাপনা নিয়ে।

Your Image

এদিকে গত ১৩ ডিসেম্বর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০ : দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জায়েদকে। সিনেমায় জাকিয়া বারী মমের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একজন সহজ সরল মানুষের চরিত্র জায়েদ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

এর আগে প্রেম করব তোমার সাথে সিনেমায় মমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জায়েদ। এবার নিজেকে ভিন্নভাবে মেলে ধরলেন তিনি। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ফারুকী ভাই মেধাবী একজন নির্মাতা। আমাকে স্ক্রিনে দারুণভাবে উপস্থাপন করেছেন তিনি। সিনেমায় আমার চরিত্রটি খুব বেশি না দেখা গেলেও যারাই দেখছেন প্রশংসা করেছেন। মোবাইল ফোনে, আমার ফেসবুক মেসেঞ্জারে বহু বার্তা পাচ্ছি। সত্যি আমি ভীষণ আনন্দিত।

তিনি আরও বলেন, দেশ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। ফারুকী ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটাও আনন্দের। উনি জানেন কাকে কোন চরিত্রে কাজ করালে ভালো হবে। মমর সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ভালো ছিল, এই সিনেমাতেও একসঙ্গে কাজ করে ভালো লেগেছে।

দেশে ফেরা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ঠিকানায় সেলিব্রিটি শো শুরু করলাম। আরেকটু গুছিয়ে নিই। দেশ আমাকে সব সময় টানে। সেখানে আমার মা-বাবার কবর। অনেক দিন মা-বাবার কবর জিয়ারত করিনি। খুব মিস করছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×