সিঁথিতে সিঁদুর দিয়ে নয়া রূপে পরীমণি, জানা গেল উদ্দেশ্য


December 2024/Porimoni.jpg
পরীমণি

বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি। একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এই নায়িকা। ওয়েব দুনিয়াতেও নাম লেখিয়েছেন তিনি। এবার কলকাতার চলচ্চিত্রে দেখা যাবে তাকে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমণির। আর সিনেমা মুক্তির আগেই ভিন্নভাবে দেখা গেল পরীকে। সিঁথিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করে আলোচনায় নায়িকা। মূলত সিনেমার প্রচারণার অংশ এটি। 

Your Image

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ফেলুবক্সী’ সিনেমাটি। তার সিনেমার আগে প্রচারণা চলছে। আর এবার প্রচারণার অংশ হিসেবে সামনে এল ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। 

সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত সিনেমাটির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা ও ভালবাসাকে ছড়িয়ে দেয়।’ 

‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরীমনি ওপার বাংলার সংবাদ মাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভাল পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও, আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×