স্কেচ গ্যালারির নতুন নাটক ‘সাজঘর’র মহরত অনুষ্ঠিত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০২:২৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
সময়ের প্রয়োজন মেটাতে তারুণ্যের শক্তিতে ভর করে গঠিত সুস্থ সাংস্কৃতিক চর্চা ও গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান ‘স্কেচ গ্যালারি (নন্দন)’র দ্বিতীয় প্রযোজনা ‘সাজঘর’র মহরত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সিটির মেহেদীবাগস্থ সংগঠনের কার্যালয়ে এ মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সাজঘর’ উপন্যাসের নাট্যরুপ দিয়েছেন শাহরিয়ার হান্নান। নাটকটিতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের সংস্কৃতি কর্মী অভিনয় করবে।
মহরতে নাটকটির কলাকুশলী ছাড়াও অতিথি ছিলেন নাট্যজন মিলন চৌধুরী, কবি ও নাট্যজন বিজন মজুমদার, সংস্কৃতিজন সুপিক আনোয়ার, স্কেচ গ্যালারির ক্রিয়েটিভ ডিরেক্টর শাহরিয়ার হান্নান ও সভাপতি মানিক হোসাইন।
পান্ডুলিপির প্রথম পাঠের পর উপস্থিত অতিথিরা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দেন। তারা পান্ডুলিপি ও প্রযোজনার গঠনমূলক বিষয়ে আলোকপাত করেন ও এর সফল মঞ্চায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকগুলো উপস্থাপনে প্রয়াসি স্কেচ গ্যালারি ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার আলোকচিত্র নিয়ে ‘আলোকচিত্রে মঞ্চালোক’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে প্রসংশিত হয়েছে, নাট্য ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত প্রামাণ্য চিত্র নির্মাণ করছে।
স্কেচ গ্যালারির ২০১৯ সালে ও হেনরীর গল্প অবলম্বনে শাহরিয়ার হান্নানের সম্পাদনা ও নির্দেশনায় প্রথম নাটক ‘ভালোবাসি ভালোবাসি’ মঞ্চে আনে।