স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম


News Defalt/mosharraf-768x432.jpg

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় (কমলা রকেট) আগেও অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এবার তার আরেকটি ছোটগল্প অবলম্বনে নির্মাণ হতে যাওয়া শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘মহাশূন্যে সাইকেল’, নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাহুয়া লাভিব তুরা। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রেজাউল করিমের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।

গত ১৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে। মোশাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন সায়মা সিরাজী ও রাহাত।

স্বাধীন এ ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছেন মোশাররফ করিম। একদল তরুণের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেক দিন পর কাজ করে আজ খুব ভালো লাগছে।

এ প্রসঙ্গে নির্মাতা তাহুয়া লাভিব তুরা বলেন, মোশাররফ করিম পুরোপুরি রেজাউল করিমে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। একজন মোশাররফ করিমকে আমাদের প্রথম ছবিতে অভিনেতা হিসেবে পেয়ে মনে হলো জীবনের প্রাপ্তির খাতায় বিশেষ কিছু যোগ হলো।

তিনি আরও বলেন, মানুষের কল্পনার জগত ও অন্তর্দ্বন্দ্ব এই ছবির মূল বিষয়বস্তু। গল্পের কেন্দ্রীয় চরিত্র রেজাউল করিমের অন্তর্দ্বন্দ্বকে মোশাররফ করিমের মতো আর কেউ ফুটিয়ে তুলতে পারতো কিনা, আমি জানি না। নাটক বা ওয়েব সিরিজে মোশাররফ করিমের অভিনয় যেমন দেখা যায়, আমার ছবিতে সেটার সম্পূর্ণ বিপরীত অভিনয় করেছেন তিনি।

পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা হক, জুয়াইরা মেহেজাবিন, তাহুয়া লাভিব, জয়ন্ত ত্রিপুরা, আরশাদ হাবিব, অর্ণব সিদ্দিকী।

চিত্রগ্রাহক হিসেবে ছবিতে কাজ করেছেন মাজাহারুল রাজু। সায়েম জয় একটি গান গেয়েছেন এবং সম্পাদনা করছেন জাহিদ আহমদ। আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে, নির্মাতা ফজলুল তুহিনের সরকারি অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহুয়া লাভিব তুরা। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় মোশাররফ করিমও অভিনয় করেছেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×