তাহলে কি বিচ্ছেদ চূড়ান্ত, ‘বচ্চন’ উপাধি কেন বাদ দিলেন ঐশ্বরিয়া?

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে, কিছু দিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সাথে। এবার সেই গুঞ্জন আরও বাড়িয়ে দলেন প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেই। একটি ভিডিও কেন্দ্র করেই বলিউডের দুই তারকা জুটির ডিভোর্সের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, সম্প্রতি গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধু ‘ঐশ্বরিয়া রাই’ নামটি। বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে, আচান সেটা না দেখতে পেয়েই অভিষেকের তার সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ নিয়ে নতুন চার্চা শুরু হয়। অবশ্য বিচ্ছেদের প্রসঙ্গ বাদ দিয়েও অভিনেত্রীর লুক নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে সিলভার সুতার কাজ করা নীল গাউনে দেখা গেছে। স্মোকি আই এবং খোলা চুলে অভিনেত্রীকে আরও আকর্ষণীয় লাগছিল। বলে রাখা ভাল, বিচ্ছেদ নিয়ে দীর্ঘ দিন ধরে গুঞ্জন চললেও অভিষেক বা ঐশ্বরিয়া কেউই কিছু বলেননি এ বিষয়ে। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের প্রেম। এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন। বর্তমানে মেয়ে আর নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

মামুনুর রশীদ-ফেরদৌসী মজুমদারকে মঞ্চে উঠতে মানা শিল্পকলার ডিজির

শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক (ডিজি) সৈয়দ জামিল আহমেদ। একই অনুরোধ নাট্যজন ফেরদৌসী মজুমদারকেও করা হয়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন নাট্য নির্দেশক। নাট্যপাড়ায় চলমান অস্থির পরিবেশ বিবেচনাতেই ডিজি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ব্যাপারটি নিয়ে সংবাদ মাধ্যমকের কাছে ক্ষোভ প্রকাশ করেন মামুনুর রশীদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি এখন ভাল নয়। আমি চাই না নিউজটি এখনই করা হোক। তবে, এটা কি হতে পারে? কেউ কি আমাকে এমন অনুরোধ করতে পারেন?’ এরপর ইস্যুটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তিনি বুধবার (২৭ নভেম্বর) বিস্তারিত কথা বলেন তিনি। মামুনুর রশীদ বলেন, ‘আমাকে বিপ্লববিরোধী আখ্যা দিয়ে শিল্পকলা একাডেমি এমন সিদ্ধান্ত নিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ এই স্লোগান দেওয়া উচিত হয়নি বলে বিবৃতি দিয়েছিলাম। এই বিবৃতি কোন বিপ্লববিরোধী বিবৃতি ছিল না। সেটা ছিল আমার পরামর্শ। কিন্তু, আমি নিজেও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। যখন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালিয়েছে, তখন রাজপথে অবস্থান নিয়েছি। ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছি। তাহলে, আমার অপরাধ কোথায়? অথচ সেই বিবৃতির ইস্যুকে কেন্দ্র করে আমাকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় না করার সিদ্ধান্ত আরোপ করা হয়। আমি নাকি মঞ্চে অভিনয় করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’ সাম্প্রতিক নাটক মঞ্চায়নের বিষয়টি টেনে এই কিংবদন্তি বলেন, ‘‘অথচ কয়েক দিন আগে নাট্যদল আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটক নিয়ে আমি মঞ্চে উঠেছি। কোন ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে নাটকের মঞ্চায়ন হয়েছে। বরং, দর্শকরা পুরো নাটকটি মনোযোগ দিয়ে দেখেছেন ও উপভোগ করেছেন।’’ এ নিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘একাডেমির পক্ষ থেকে মামুনুর রশীদকে শিল্পকলার মঞ্চে অভিনয়ের বিষয়ে কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। আমরা তাকে কিছু দিন শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অবস্থান কোন নাট্যদলের বিপক্ষে নয়। যেসব ব্যক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে। শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের আপাতত শিল্পকলার মঞ্চে পারফর্ম করতে দেওয়া হবে না।’ এই বিবৃতিদাতাদের তালিকায় ছিল ফেরদৌসী মজুমদারের নামও। বক্তব্য জানতে তাকে ফোন দেওয়া হলেও কথা বলা সম্ভব হয়নি। গেল ১৬ জুলাইয় দেওয়া সেই বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন অনুপম সেন, সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসী মজুমদার, সুজেয় শ্যাম, সারওয়ার আলী, আবেদ খান, কর্নেল (অব.) সাজ্জাদ আলী, মামুনুর রশীদ, মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ, কামরুল হাসান খান, শফি আহমেদ, আবদুস সেলিম, মমতাজউদ্দীন পাটোয়ারী, ম. হামিদ, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুছ, শ্যামল দত্ত, মলয় ভৌমিক, লাকী ইনাম, সারা জাকের, শিমুল ইউসুফ, আহকাম উল্লাহ ও নাসির উদ্দিন ইউসুফ।

নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর, এরপর যা করলেন ঋদ্ধি!

ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়ক নিরব হোসেন। কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে আছেন তিনি। আর এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী তাশফিয়া তাহের ঋদ্ধি। এমনকি সেই পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন তিনি। পরে অবশ্য পোস্ট মুছে ফেলে ক্ষমাও চান ঋদ্ধি। নিরবের স্ত্রীর সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ার পর গুঞ্জন, নিরব ও তার স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ঋদ্ধি ফেসবুক পোস্টে নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগ তুলে নেন। আরেক পোস্টে নিরবের স্ত্রী জানান, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান ঋদ্ধি। প্রথম পোস্টে তাশফিয়া তাহের লিখেছিলেন, ‘বউ-বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোন পরকীয়া করা কাপলকে আমি ভাল মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’ এর কিছুক্ষণ পর নিরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন ঋদ্ধি। সেই পোস্টে লেখেন, ‘নিরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ, দীর্ঘ সময় সহ্য করার জন্য।...২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা-বাবা-সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এ জন্য যে কোন ধরনের ছোট-বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না।’ অন্য দিকে, বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে তাশফিয়া তাহের লিখেছেন, ‘রাতে দেয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোন দায় নেই। তাই, এটা পরকীয়া সম্পর্ক নয়।’ ২০১৪ সালে তাশফিয়া তাহের ঋদ্ধিকে ভালবাসে বিয়ে করেছিলেন নিরব। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি নিজেদের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন তারা। দুই কন্যাসন্তানকে নিয়েই নিরব-ঋদ্ধির সংসার।

মৃত্যুর ছয় বছর পর রিলিজ হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান

রিলিজ হচ্ছে প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর গাওয়া নতুন একটি গান। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আগামী ১ ডিসেম্বর গানটির অডিও-ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। জানা গেছে, মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করলেও সেটি রিলিজ দিতে পারেননি আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর পাড়ি জমান না ফেরার দেশে। জমে থাকা সেই গানগুলো একে একে রিলিজের পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তারই শুরুটা হচ্ছে ‘ইনবক্স’ প্রকাশের মাধ্যমে। গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। এই গানটির ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক। আইয়ুব বাচ্চু নামের ইউটিউব চ্যানেল, আইটিউনস ও স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে রিলিজ হবে গানটি। এলআরবির গিটারিস্ট তথা আইয়ুব বাচ্চুর অন্যতম সহযোগী আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে রিলিজের পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি রিলিজ করতে যাচ্ছি। আশা করছি, বাকি গানগুলো প্রতি মাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত।’ ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম সিটিতে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামের ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

বিয়ে কবে করছেন লামিমা লাম

এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী। কমেডি ঘরানার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার। এছাড়াও দর্শকের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। মূলত কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্যান্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহ'র ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিংগেল? কিংবা বিবাহিত? বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’ লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে 'আস্ক মি এ কোয়েশচন' পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা। সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’ প্রসঙ্গত, অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী রাউতেলা

উর্বশী রাউতেলাকে বলা হয় বলিউড নায়িকাদের মধ্যে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। একাধিক বার বিতর্কে নাম জড়ালেও তার পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনো ঘাটতি হয়নি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। যদিও প্রেমের গুঞ্জনে অভিনেত্রীর কোনো স্বীকারোক্তি মেলেনি। অনেকেরই প্রশ্ন, কবে বিয়ে করছেন উর্বশী? তিনি এবার নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না। উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি। ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!

ছাত্রনং আন্দোলনং তপঃ

কোন না কোন ইস্যুতে প্রতিদিনই আন্দোলনে রাজপথে নামছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা। বলা যায়, বর্তমানে আন্দোলন সিটিতে পরিণত হয়েছে ঢাকা। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে, ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অন্য দিকে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চ করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কেও ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরব থাকা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের লেখায় উঠে এসেছে ব্যাপারটি। নিজের ফেসবুকে সোমবার (২৫ নভেম্বর) তিনি লিখেছেন, ছাত্রনং অধ্যয়নং তপঃ’ সংস্কৃত এই শ্লোকটি সংস্কার করে ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি। শাওনের এই দাবির সাথে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, আন্দোলন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম।’ অন্য একজন লিখেছেন, ‘এটানং সময়েরনং দাবিনং তপঃ। অন্য একজন লিখেছেন, এতগুলা ম্যাচ একসঙ্গে নেওয়া যাচ্ছে না। এর আগে, আন্দোলন সংঘর্ষ নিয়ে লিখেন, আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোন সাড়াশব্দ পাচ্ছি না! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মত আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি। সে দাবির সাথেও তার অনুসারীদের অনেকে একমত পোষণ করেন।

বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কটা কেমন, সেটা অজানা নয় ভক্তদের জন্য। চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দু’জনের দ্বন্দ্বটা বহু পুরোনো। যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈরিতায় রূপ নিয়েছে। সবশেষ শবনম বুবলীর জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কোন্দলের চিত্র আরও একবার প্রকাশ্যে এসেছে। গত ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। তবে বুবলীর জন্মদিনের তিনদিন পর রোববার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন তিনি। সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের। কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি। সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন।সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলীর জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপু বিশ্বাসকে। যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি। অপুকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না। কারো মন্তব্য, আপনাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। কেউ আবার অপুর মানসিকতার ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারে ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। এর কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবর শোনা যায়।

কেন ইসলাম ধর্মই বেছে নেন শাহরুখপুত্র, জানালেন গৌরী

বলিউডের অন্যতম সুখী দম্পতিদের মধ্যে অন্যতম বলিউড অভিনেতা বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান। কলেজজীবন থেকে তাদের প্রেম-ভালবাসা। দুইজন দুই ধর্মের হলেও সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন। কখনো কাউকেই পরস্পরের সাথে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। এর পূর্বে, সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, ‘আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে, তার অর্থ এই নয় যে, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না।’ তিনি বলেন, ‘প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন- এটিই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।’ সন্তানের কথা উল্লেখ করে গৌরী বলেন, ‘ছেলে-মেয়েরা পিতার ধর্মই বেছে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও পিতার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয়, ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, আমি মুসলিম। আমার মা অবাক হয়েছিলেন। তবে, মা কিছু মনে করেননি। বিষয়টির সাথে মানিয়ে নিয়েছিলেন।’ গৌরী বলেন, ‘প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমাতে যায় আরিয়ান। প্রথমে মায়ের মত করে, তারপর বাবার মত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে।’ প্রসঙ্গত, আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে, পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখপুত্র। তার আগ্রহ ছবি পরিচালনায়।

এআর রহমানের সাথে বিচ্ছেদ, এবার মুখ খুললেন সায়রা বানুও

বিচ্ছেদ মানে কি শুধুই তিক্ততা? ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু তেমন মনে করেন না। বিভিন্ন গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন তিনি। এআর রহমানের সাথে দীর্ঘ ২৯ বছর সংসার করেছেন। স্বাভাবিকভাবেই এ কঠিন সময়ে যে হাজারো গুঞ্জন আরো বিচলিত করবে। এমন পরিস্থিতিতে ডিভোর্স ঘোষণার পাঁচ দিন পর মুখ খুললেন সায়রা বানু। বুধবার (২০ নভেম্বর) আচানকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সাথে বিচ্ছেদ ঘোষণা করেন। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে বিভিন্ন জল্পনা ছড়াতে থাকে। গুঞ্জন রটেছে, রহমান-সায়রা বানুর ডিভোর্সের নেপথ্যে নাকি পরকীয়া! এমন সময়ে কেন ২৯ বছরের দাম্পত্য ভাঙলেন সে ব্যাপারে কথা বলেছেন সায়রাবানু। রোববার (২৪ নভেম্বর) এক ভয়েস নোট প্রকাশ্যে আনেন সায়রা বানু। সেখানে বলা হয়, ‘নমস্কার আমি সায়রা রহমান। আমি গত কয়েক মাস ধরেই মুম্বাইয়ে রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার ও মিডিয়াকর্মীদের কাছে আমার অনুরোধ, রহমানের নামে কোন খারাপ কথা বলবেন না।’ এআর রহমানের প্রশংসা করে সায়রা বানু বলেন, ‘ও (এ আর রহমার) দারুণ একজন মানুষ। আমার দেখা সেরা মানুষ। আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে, সায়রা কোথায় গেল? আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে, ওখানে থাকলে এটা সম্ভব হত না।’ এরপরই সায়রাবানুর সংযোজন করেন, আমি আর রহমান এখনো একে-অপরকে ভালবাসি। আর এ বিচ্ছেদের সিদ্ধান্তটা ১০০ শতাংশ মিউচুয়াল। খুব ভাল মানুষ ও। তাই, সকলের কাছে আমার অনুরোধ রহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালবাসি আমি ওকে। রহমানও তাই। সবশেষ সকলের কাছে অনুরোধ জানিয়ে সায়বা বানু বলেন, ‘সবার কাছে একটাই আর্জি, রটনা রটানো বন্ধ করুন। আমাদেরকে একটু একা থাকতে দিন। আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো। তাই, এর আর রহমানের নামে কুৎসা রটাবেন না।’ ১৯৯৫ সালে এআর রহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দেখাশোনা করেই নাকি বিয়ে করেছিলেন তারা। কিন্তু, দীর্ঘ ২৯ বছর তারা একসাথে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়েছে।

আমাদের শেষ দেখা হলোই না!

ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়িকা পরীমণি। পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মারা গেছেন এ নির্মাতা। বেশ কিছু দিন পূর্ব আচমকা অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মণ্ডলে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনের বহু তারকারা শোক জানিয়েছেন। এ তালিকায় আছেন পরীমণিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সাথে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন। পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’ শাহ আলম মন্ডন তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। নির্মাতার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে পরীমণি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান। শাহ আলাম পরিচালিত অন্য দুইটি চলচ্চিত্র হল ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

ভিন্ন লুকে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। এরপর থেকে নিয়মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মধ্যে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন। আর সেখানে যাবার পরে ফটোশুট করেছেন মিম। সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে। ছবিতে দেখা যায়, মাথায় বেধেছে লাল গোলাপের খোঁপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছে অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছে।

যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!

অজপাড়া গাঁ থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা চলচ্চিত্রের কাহিনির মতই। মাকে হারিয়েছেন খুব কম বয়সেই; তার পিতাও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গত বছরের ২৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩ নভেম্বর)। নানার প্রথম মৃত্যু বার্ষিকীতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের। এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুলাইন তুলে দিয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা! পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, কথাগুলো সত্য...। নায়িকার সাথে একমত হয়ে অন্য একজন লিখেছেন, যার চলে যায় সেই বোঝে। অন্য দিকে, ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজবাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মারা গেলেন পরীমনির প্রথম পরিচালক শাহ আলম

চলচ্চিত্র পরিচালক শাহ আলম মন্ডল আর নেই। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিল ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নায়ক কায়েস আরজু। তিনি বলেন, ‘শনিবার (২৩ নভেম্বর) রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রোববার (২৪ নভেম্বর) দাফন করা হবে। বহু দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুইটি কিডনি ড্যামেজ ছিল। গেল কয়েক দিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান। শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ চলচ্চিত্রের মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুইটি ছবি হল ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

জুয়ার প্রচারণায় বুবলী!

ঢাকার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন একের পর এক। তবে, বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। গেল বুধবার (২০ নভেম্বর) নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটেন শবনম বুবলী। সম্প্রতি তার ফেসবুক ঘুরে দেখা গেছে, জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও শেয়ার করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার সংবাদ। প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী।....একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস ও ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।...শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না।....জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে।...যেখানে খেলা শুধু জেতার জন্য।’ সাধারণত চলচ্চিত্র নায়িকা শবনম বুবলী তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সকলের জন্য উন্মুক্ত রাখেন। তবে, জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিওটির পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কেউ বলেন, বুবলীও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন!বলে রাখা ভাল, সম্প্রতি ‘পিনিক’ নামে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তার নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

না ফেরার দেশে ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা অরুণ চক্রবর্তী

প্রয়াত হলেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার (২২ নভেম্বর) রাত একটা নাগাদ তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় কবির। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুক্রবার দিবাগত রাতে পশ্চিমবাংলার হুগলি জেলার চুঁচুড়ার ফার্ম সাইড রোডের ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই কবি। কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল। তবে শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠাণ্ডা লেগেছিল তার।জানা গেছে, শ্যামপুকুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে তার। তবে তার আগে, এদিন অরুণ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে রবীন্দ্র ভবনের মুক্তমঞ্চে। সেখানেই শায়িত থাকবেন তিনি কিছু সময়। তার অনুরাগীরা সেখানে এসেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাকে। অরুণ চক্রবর্তীর জন্ম ১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে। ১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তবে একসময় সরকারি চাকুরে অরুণ কুমার চক্রবর্তী পুরোদস্তুর কবি। লিখতে, পড়তে ও বলতে ভালোবাসতেন তিনি। চাকরির পাশাপাশি চলেছে তার কলমও। লিখেছেন বহু কবিতা। ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ কবিতাটি অরুণ চক্রবর্তীকে পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল। ওই কবিতা পরে গান হয়ে দুই বাংলার সংগীতানুরাগীদের মুখে মুখে ফিরেছে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি।

কাজী শুভর গানে শাকিল-বৃষ্টি

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোকসংগীত গেয়ে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত আয়োজনে বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন নানা সময়ে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই গায়ক নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘মিষ্টি প্রেমের দই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন শাকিল ও বৃষ্টি। রমজানের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ। নতুন গান নিয়ে কাজী শুভ বলেন, ‘রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’ পরিচালক শাকিল বলেন, ‘এটি নাচ নির্ভর একটি গান। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।’ আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন

সন্তান হোক বা শাস্ত্রী, কিংবা গত বছরের কাবুলিওয়ালা, মিঠুন চক্রবর্তীকে এখন প্রায়ই বাংলা ছবিতে দেখা যাচ্ছে। আগামীতেও তার হাতে রয়েছে একাধিক কাজ। আর এর মধ্যেই জানা গেল, মিঠুনের নতুন কাজের কথা। জানা গেছে, মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানসমুকুল পালের ছবিতে। সহজ পাঠের গপ্পো খ্যাত পরিচালক এবার বাংলার শীর্ষ কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। আর তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। নতুন খবর, ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন। বাংলাদেশ কেন? আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমে বলেন, 'হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।' শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশেরি হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

সৌদিতে বাংলাদেশিদের গানে গানে মাতালেন জেমস

সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস। শুক্রবার (২২ নভেম্বর) রাতে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদের। এর আগে আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেমস তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘না জানি কোহি’ প্রভৃতি। স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,'‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’ জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা। আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন। জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথম বারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। আগামীকাল শনিবার এই উৎসব শেষ হবে।

মারা গেছেন পরীমনির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয়। শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিভোর্সের পর সুখবর দিলেন এ আর রহমান

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের বিচ্ছেদ হলো সদ্যই। ডিভোর্স ঘোষণা করার পর থেকে, রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন রটেছে। এমনকি, নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন রহমান। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সামাজিক মাধ্যমে এক নতুন পোস্ট দিলেন রহমান, অনুরাগীদের দিলেন এক সুখবর। শুক্রবার রহমান তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এ প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রহমান। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দে-ও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। এই দুই ঘটনার মধ্যে যোগ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এমনকি, রটেছে মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত। রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানান, এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।

আজ সৌদি মাতাবেন নগরবাউল জেমস

সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। আজ শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন এই রকস্টার। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন জেমস। এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।’ উল্লেখ্য, ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সৌদি আরবে। দেশটিতে খুলে দেওয়া হয় সিনেমা হল। এরপর থেকে শুরু হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট এমনকি ফ্যাশন শোও। এরই ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর।আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেবেন জেমস। সেখানে তার গানের জাদুতে মাতিয়ে তুলবেন দর্শকদের।

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পূজা চেরি

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। ঢালিউডে নায়িকা হিসেবে পা রেখেছেন বেশ কয়েক বছর। এর মধ্যে ডজনখানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন নায়িকা। সিনেমা বা শ্যুটিং এর ব্যস্ততা না থাকলেও নানাবিধ মেকওভারে শ্যুট বা মডেলিংয়ে সময় দিচ্ছেন পূজা চেরি। কখনো বিভিন্ন রঙের শাড়িতে আবার কখনো গাউনের মতো পোশাকে ভিন্ন সাজে নিজেকে ধরা দিচ্ছেন। নায়িকা পূজা চেরির সাম্প্রতিক ব্যস্ততা ছিল একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে। বলা যায়, ঢালিউড মেগাস্টার শাকিবের ডাকে একজন শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনার মধ্যে পড়তে যচ্ছিলেন নায়িকা! সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন নায়িকা। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন নায়িকা। এসময় তার গাউনের পাইর সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেটা বের করতে সফল হন তারা। তবে এমন অবস্থায় পূজার মুখে কোনো শঙ্কার ছাপ না দেখা গেলেও তার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন নায়িকা! ছড়িয়ে পড়া সেই ভিডিওতে এক নেটিজেনের মন্তব্য ছিল, ‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।’ আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে লিখেছেন, ‘যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!’ সম্প্রতিই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন। সেখানকার আয়োজনের বিভিন্ন ছবি ও ভিডিওতে তারকাদের মিলনমেলার মুহূর্ত উঠে আসে। শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ অনেকে। বলা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে নানান অংশীদারিত্ব রয়েছে এ সকল তারকাদের সঙ্গে।

স্ত্রীর সঙ্গে এআর রহমানের বিচ্ছেদ, মুখ খুলনেন তিন সন্তান!

সংসার ভেঙ্গে গেছে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের। স্ত্রী সায়রা বানুর সাথে ২৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি। এ দিকে, বিচ্ছেদ নিয়ে এআর রহমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম। কিন্তু, মনে হয় সবকিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মত হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয়বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সাথে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে ধন্যবাদ। এআর রাহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্র সন্তানের মা-বাবা। তাদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন। পিতা-মাতার বিচ্ছেদের সংবাদ প্রকাশ্যে আসতেই ছেলে আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্টোরিতে লিখেছেন, আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে, এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ। রহমানকন্যা খাদিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা ও সংবেদনশীলতার সাথে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ। দুই ভাই-বোনের মত মুখ খুলেছেন রহিমাও। পিতার এক্স হ্যান্ডেলের লেখা স্ক্রিনশট দিয়ে শেয়ার করে তিনি লেখেন, আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন।