বিগত সরকারের স্বাস্থ্য কর্মকর্তাদের অপসারণের দাবিতে চিকিৎসক-নার্সদের বিক্ষোভ


News Image/mohakhali-news-768x432.jpg

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ বিগত সরকারের একাধিক উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ-কর্মসূচি পালন করছে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয় তারা। অভিযোগ, বর্তমান মহা-পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা দিয়েছিলেন।

একইসাথে মৃত্যুর সংখ্যা গোপনে সহায়তা করেছেন। এছাড়া বিগত সরকারের সময় তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন- রয়েছে সেই অভিযোগও। তাই এসব কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। এসব অপরাধীদের বিচার না করে উল্টো পদায়ন করায় বিস্ময় প্রকাশ করেন আন্দোলনরতরা।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×