একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ১২৪৮


October 2/download - 2024-10-27T195542.848.jpeg
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে মোট ২৭৭ জন মারা গেছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটিতে একজন, দক্ষিণ সিটিতে একজনসহ ঢাকা বিভাগে ৪ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

চলতি বছর দেশে মোট ৫৬ হাজার ৯১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩২ হাজার ৯৩৩ জন ঢাকার বাইরের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ হাজার ৪৫ জন ঢাকার বাইরের।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×