নদীয়ার পর মুর্শিদাবাদ থেকেও স্বর্ণ জব্দ


News Defalt/1720363118.0.jpg

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আবারও স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দ করা স্বর্ণের ওজন ৫৬৫ গ্রাম।

Your Image

যারা আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৮১ হাজার রুপির বেশি। এই নিয়ে পরপর তিন দিন স্বর্ণ জব্দ করল বিএসএফ।  এর আগে গত দুই দিনে (৪ এবং ৫ জুলাই) পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে বাহিনীর সদস্যরা ১০ দশমিক ১৬ কোটি রুপি মুল্যের, ১৪ দশমিক ৩ কেজি সোনা জব্দ করেছেন।

রোববার (৭ জুলাই) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, শনিবার (৬ জুলাই) মুর্শিদাবাদ জেলার সীমান্ত চৌকি চরভদ্র ঘাঁটির দায়িত্বরত ১৪৬ ব্যাটালিয়নের সদস্যরা লক্ষ্য করেন, একজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে কৃষি কাজ করে বাড়ি ফিরছিল। তার গতিপ্রকৃতি দেখে ব্যক্তিকে মোটরসাইকেল থামাতে বললেই, সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে জঙ্গলে পালিয়ে যায়। এরপর তার মোটরসাইকেলটিতে তল্লাশি চালালে কালো টেপে মোড়ানো বিভিন্ন আকারের ১০টি স্বর্ণের টুকরো উদ্ধার হয়। এছাড়া মোটরসাইকেলের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তির আধার কার্ডও (জাতীয় পরিচয়পত্র) উদ্ধার হয়েছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় একটি এফআইআর দায়ের করেছে বিএসএফ। জব্দ করা স্বর্ণ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুর্শিদাবাদের কাস্টমস স্টেশন জলঙ্গীতে হস্তান্তর করা হয়েছে।

৪ জুলাই, নদীয়া জেলা থেকে বিএসএফের ৬৮ ব্যাটালিয়ন এবং কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর তল্লাশি চালিয়ে ৬ দশমিক ৮৬ কোটি রুপি মূল্যের, ৯ দশমিক ৬ কেজি স্বর্ণ জব্দ করেছিল। ওইদিন ৭ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটকদের মধ্যে প্রধান পাচারকারীর রফিক মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে লাল, রবি, প্রদীপ, দাউদ, সীমান্ত ও বিট্টুকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল, সবাই নদিয়া (পশ্চিমবঙ্গ) জেলার বাসিন্দা।

৫ জুলাই, নদীয়া জেলা থেকে বিএসএফের ৮ ব্যাটালিয়নের সদস্যরা ৩ দশমিক ৩ কোটি রুপির বেশি মুল্যের, ৪ দশমিক ৭ কেজি স্বর্ণ জব্দ করে। ৬ জুলাই, মুর্শিদাবাদ জেলার সীমান্ত চৌকি চরভদ্র ঘাঁটির দায়িত্বরত ১৪৬ ব্যাটালিয়নের সদস্যরা ৪১ লাখ ৮১ হাজার রুপির বেশি মুল্যের, ৫৬৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×