ভিয়েতনামে ‘ইয়াগি’ তাণ্ডব: মৃত্যু বেড়ে ১৮
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শক্তিশালী সুপার টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে ভিয়েতনামে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আহত হয়েছেন দেড়শর বেশি মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রোববার (৮ সেপ্টেম্বর) টাইফুনের প্রভাবে ভূমিধস হয় উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায়। রাতভর বৃষ্টির কারণে হোয়াবিন প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ সদস্যের। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে এবং সমুদ্রে নৌকাডুবিতে নিহত হয়েছেন আরও ১০ জন। প্রায় ১ মিটার পানির নিচে রয়েছে বন্দর নগরী হাই ফোং। রাজধানী হ্যানয় এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন। প্রবল বন্যায় বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল।
টাইফুন ইয়াগিকে এশিয়ার অন্যতম শক্তিশালী টাইফুন বলে চিহ্নিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। চীনে ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিপিন ও ভিয়েতনামে ক্যাটাগরি-৫ টাইফুন ইয়াগির কারণে প্রাণহানির সংখ্যা ৪০ জনের বেশি।