স্কুলে জন্মদিন পালনের নামে ছাত্রীদের বিয়ার পানের ভিডিও ভাইরাল


News Image/miniso-768x432.jpg

জন্মদিন উপলক্ষে এক সরকারি স্কুলের ছাত্রীদের ওপর বিয়ারপান করার অভিযোগ উঠেছে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলের ছাত্রীদের বিয়ারপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই আলোচনার সৃষ্টি হয় রাজ্যজুড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। গত ২৯ জুলাই, ক্লাসরুমে কয়েকজন ছাত্রী তাদের সহপাঠীর জন্মদিন পালন করে। পার্টি চলাকালীন তারা বিয়ার পান করে বলে অভিযোগ। পরে এক ছাত্রী সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×