ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৬ কর্মী নিহত


News Image/gaza-attack-1-768x432.jpg

আবারও গাজা উপত্যকার একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় জাতিসংঘের ছয় কর্মীসহ ১৮ জন নিহত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী শিশুসহ ৪০ জনের। খবর আল জাজিরার।

এমন সময়ে এই হামলার ঘটনা ঘটলো, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, আহত ফিলিস্তিনিদের ২৫ শতাংশই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরতে হলে দীর্ঘ চিকিৎসাসেবার মধ্য দিয়ে যেতে হবে।

গাজার উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা বলছে, গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জন কর্মী জাতিসংঘের।

গাজায় দফায় দফায় হামলা চালানো হচ্ছে খান ইউনিসের আল নুসেইরাত শরণার্থী শিবিরে। বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা। শরণার্থী শিবিরের আশপাশের বাড়িঘরও পাচ্ছে না রেহাই। গুরুতর আহতের সংখ্যাও বহু। আহতদের নেয়া হচ্ছে জাবালিয়ার আল আওদা হাসপাতালে।

গাজায় এমন ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, গাজায় যা ঘটছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। যুদ্ধবিরতির বিষয়ে আবারও জোর দিয়েছেন তিনি।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×