ইসরায়েলের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:২৬ পিএম, ০১ অক্টোবর ২০২৪
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবিসি জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
হামলার সাথে সাথে প্রতিরক্ষা সাইরেন বেজে উঠলে আইডিএফ ইসরায়েলিদেরকে সুরক্ষিত স্থানে যাওয়া এবং সতর্ক থাকার আহ্বান জানায়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের দিকে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল পাল্টা হামলা চালালে তার জবাব দেয়া হবে।
জানা গেছে, দেশটির রাজধানী তেল আবিবে হামলা করা হয়েছে। সেখানে পুলিশের মুখপাত্র ইউনিটের মতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
জেরুজালেমে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, তিনি অন্তত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কথা শুনেছেন। ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।