ত্রিপুরায় তিন বাংলাদেশি গ্রেপ্তার


TRT 03-10-2024/8a0cb594e4260c00e90125ad595b5d3d-6715c5b1027b7.jpg

অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়ছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও বেআইনি কার্যকলাপ ঠেকানোর নিয়মিত অভিযানের সময় ওই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অপর এক অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে বড় ধরনের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে বিএসএফ। এ সময় ত্রিপুরা সীমান্ত থেকে ৩৪ লাখ ৯৬ হাজার ৪৭৯ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা।

বিএসএফ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার অন্য একটি এলাকাতেও অভিযান চালানো হয়েছে। পরে সেখান থেকে মাদক চোরাচালানকারীদের ফেলে যাওয়া ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকার বেশি।

এ দিকে বিএসএফ ও পুলিশের অপর এক যৌথ অভিযানে ৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের গবাদি পশু ও নিষিদ্ধ মাদকের একটি চালান আটকে করার হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×